Posts

Showing posts from April, 2022

এক্সিলেন্স অ্যাওয়ার্ড সেরেমনি

Image
কলকাতা , নিজস্ব প্রতিনিধি : রবিবার কলকাতায় অবস্থিত বিধান গার্ডেন - এ যুগ সংস্কৃতি নিয়াস এবং নরসিংহ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে হয়ে গেল এক্সিলেন্স অ্যাওয়ার্ড সেরেমনি। এই অনুষ্ঠানে সমাজের কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সংস্থাকে সন্মান জানানো হয় , যারা এই সমাজের উত্থানের পেছনে নিজেদের যোগদান দিয়েছেন । অনুষ্ঠানে পুরস্কার প্রাপকদের মধ্যে ছিলেন বিশিষ্ট সমাজসেবক নন্দ কিশোর আগরওয়াল, বিখ্যাত চিকিৎসক সৌমজিৎ চক্রবর্তী , বিশিষ্ট ভজন গায়ক রবি বেরিওয়াল সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই উদ্যোগের পেছনে সক্রিয়ভাবে যাদের ভূমিকা ছিল তারা হলেন, যুগ সংস্কৃতি নিয়াস - এর চেয়ারম্যান এল সি ত্রিবেদী , যুগ সংস্কৃতি নিয়াস - এর প্রতিষ্ঠাতা ধরমবীর আচার্য এবং নরসিংহ ফাউন্ডেশন - এর প্রতিষ্ঠাতা সুজিত আগরওয়াল।  এই অনুষ্ঠান সম্পর্কে এল সি ত্রিবেদী ,সুজিত আগরওয়াল ,ধরমবীর আচার্য জানান, কোভিড পরিস্থিতি চলাকালীন যে সমস্ত ব্যক্তিরা নিজেদের জীবনের তোয়াক্কা না করে মানুষের সেবায় নিজেদের সমর্পন করেছিল তাদের কথা ভেবেই আজকের এই অনুষ্ঠান । আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে সমাজে এই বার্তা দিতে চাই যে যেকোন রাজ্যে বিপদগ...

মেকআপের জগতে মেগা মেকআপ আর্টিস্ট কনটেস্ট

Image
শুরু হয়ে গেছে বাংলা নতুন বছর ১৪২৯। যেকোনো উৎসবে নারী পুরুষ নির্বিশেষে রূপসজ্জায় পারদর্শী মেকআপ আর্টিস্টদের নিয়ে নববর্ষের প্রাক্কালে বেলগাছিয়ার শুভক্ষন হলে অনুষ্ঠিত হয়ে গেল HD স্টুডিওসের পরিচালনায় মেগা মেকআপ আর্টিস্ট কনটেস্ট। যেখানে বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার বৈভব(সন্দীপ শীল)এর ব্র্যান্ড এস এস ট্র্যাডিশনাল স্টাইল লফ্টের ডিজাইনার পোষাক ও শিল্পী রায়ের মেকআপের ছোঁয়ায় মডেল ডোনা খান প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৫৪ জন প্রতিযোগীদের মধ্য থেকে দ্বিতীয় স্থান অধিকার করে। ডোনা ও শিল্পীর হাতে সংস্থার পক্ষ থেকে তুলে দেওয়া হয় সুদৃশ্য মেমেন্টো ও সার্টিফিকেট। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ঢাকি সিরিয়ালের শ্বেতা ভট্টাচার্য্য ও ইন্দ্রাক্ষী দে। এর আগেও শহরের অন্যতম ফ্যাশন ব্র্যান্ড হিসেবে সন্দীপের এস এস ট্র্যাডিশনাল স্টাইল লফ্ট যথেষ্ট সুনাম কুড়িয়েছে । আগামী দিনে মডেলিং জগতে অভিনব কাজ উপহার দেওয়ার মাধ্যমে ভালো কাজের ছাপ রেখে যেতে চান বৈভব (সন্দীপ শীল) ও তার সহযোগীরা।