Posts

Showing posts from July, 2023

আগামী ৮ই জুলাই আসছে 'প্রয়াস এক কোসিস'

Image
  কলকাতা:নিজস্ব প্রতিনিধি: বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য আগামী ৮ জুলাই সল্টলেকের ই জেড সি সি-তে অপরাহ্ন ৩.৩০ মিনিট থেকে 'প্রয়াস'... এক কোসিস নামাঙ্কিত এক বিশেষ আনন্দানুষ্ঠান করতে চলেছে 'পিত্রাশিস ফাউণ্ডেশন'। 'পিত্রাশিস ফাউণ্ডেশন'-এর তরফ থেকে সম্পাদিকা সুজাতা গুপ্তা জানিয়েছেন, "প্রয়াস-কে স্বার্থকতা দিতে ৮ জুলাই ই জেড সি সি-তে বিশেষ অনুষ্ঠান করবেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট সঙ্গীত শিল্পী শুভমিতা ব্যানার্জি।" সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে, "একদিকে ঝাড়গ্রামের দুটো অনাথালয়ের ৩৫ জন শিশু কিশোর যেমন ওই অনুষ্ঠানে নিজেদের অনুষ্ঠান করবে তেমনই দিল্লীর পোলিও আক্রান্ত ৫ জন কিশোরও ওই অনুষ্ঠানে হুইল চেয়ারে বসে অনুষ্ঠান করবে।" প্রসঙ্গত, 'পিত্রাশিস ফাউণ্ডেশন' বর্তমানে ঝাড়গ্রামের পিছিয়ে পড়া গ্রামগুলোতে 'আও স্কুল চলে', 'পিত্রাশিস সাথী', 'পবিত্র- লেটস টক পিরিয়ডস', 'বস্ত্র- ক্লথ ব্যাঙ্ক ফর দ্য নিড', 'ছড়ি- সহারা জিন্দগী কী' আদি বেশ কিছু কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।