Posts

Showing posts from January, 2022

ফিল গুড কার্নিভাল

Image
৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে এক অন্য ভাবনায় মি অ্যান্ড মাই ফ্রেন্ডস। কলকাতার দক্ষিণ দমদম মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের সামনে 'ফিল গুড কার্নিভাল' -এর আয়োজন করে এই সেচ্ছাসেবী সংগঠন। এদিন পাঁচশোর বেশি মানুষের মধ্যে চকলেট, শিশুদের কেক, খাতা, পেন-পেন্সিল ইত্যাদি বিতরণ করা হয় । উদ্দেশ্য, সবার মধ্যে আনন্দ বিতরণ করা। তাদের এই উদ্যোগে সহযোগিতা করে সোহো ভারত ফাউন্ডেশন এবং শান্তিদেবী ফতেপুরিয়া চ্যারিটেবেল ট্রাস্ট।  এই উপলক্ষে, মি অ্যান্ড মাই ফ্রেন্ডস- এর প্রতিষ্ঠাতা কিশান কুমার আগরওয়াল জানান,  আজ থেকে মাত্র এক মাস আগেই শুরু হয়েছে এই  'ফিল গুড কার্নিভাল'। এরফলে আমরা পথচলতি মানুষদের  কেক, চকলেট থেকে শুরু করে শিশুদের মধ্যে খাতা,পেন্সিল  ইত্যাদি বিতরণ করি। মানুষের মধ্যে  আনন্দ ছড়িয়ে দেওয়াই আমাদের একমাত্র উদ্দেশ্য। এদিন সোহো ভারত ফাউন্ডেশনের পক্ষ থেকে বিজয় কুমার গুপ্তা বলেন, 'করোনা মহামারী নিয়ে  এই সময়ে সব মানুষই দুশ্চিন্তাগ্রস্ত। ফিল গুড কার্নিভালে অংশ নিলে তারা কিছুটা স্বস্তি পাবে।' অন্যদিকে, অনুষ্ঠানে উপস্থিত শান্তিদেবী ফতেপুরিয়া চ্যারিটেবল ট্রাস্টের প...

রাজীব প্রোডাকশনস- এর নতুন প্রয়াস ' আইলা রে নয়া দামান '

Image
নিজস্ব প্রতিনিধি,কলকাতা: আজকাল ম্যাশ আপের ট্রেন্ড বেশ তুঙ্গে। জনপ্রিয় গানের রিপ্রাইজ ভার্সন দিব্যি মন কাড়ছে নেটিজেনদের। এবার এই সারিতে নাম লেখালেন ফিল্ম প্রোডাকশন হাউস রাজীব প্রোডাকশনস । বাংলাদেশের জনপ্রিয় লোকগান 'আইলা রে নয়া দামান' - কে এক নতুনভাবে উপস্থাপন করতে চলেছেন তারা। এই গানটির সাথে বিভিন্ন লোকগান যুক্ত করে এক ম্যাশ আপ তৈরি করা হচ্ছে। যেখানে সংগীতায়োজন করছেন টলিউডের বিখ্যাত সঙ্গীত পরিচালক দেব সেন। একই সঙ্গে এতে সুরেলা কণ্ঠ দিচ্ছেন উদীয়মান গায়িকা মহুয়া চক্রবর্তী। এ প্রসঙ্গে রাজীব প্রোডাকশনস - এর কর্ণধার রাজীব গোলচা জানান, আমার প্রতিষ্ঠান সবসময় নতুনদের সুযোগ দিয়ে আসছে। আর সেই ধারা অব্যাহত রেখে আমরা নতুন প্রতিভাবান গায়িকা মহুয়া চক্রবর্তীকেও সুযোগ দিয়েছি। আমরা এই মিউজিক্যাল প্রজেক্টে কিছু নতুনত্ব করার চেষ্টা করেছি। আমি সবসময় মনেকরি প্রচেষ্টা সবসময় ফল দেয়। আপনাদের জানিয়ে রাখি, চলতি মাসের শেষের দিকে গানটি আসতে চলেছে এক বিখ্যাত ইউটিউব চ্যানেলে।