রাজীব প্রোডাকশনস- এর নতুন প্রয়াস ' আইলা রে নয়া দামান '

নিজস্ব প্রতিনিধি,কলকাতা: আজকাল ম্যাশ আপের ট্রেন্ড বেশ তুঙ্গে। জনপ্রিয় গানের রিপ্রাইজ ভার্সন দিব্যি মন কাড়ছে নেটিজেনদের। এবার এই সারিতে নাম লেখালেন ফিল্ম প্রোডাকশন হাউস রাজীব প্রোডাকশনস । বাংলাদেশের জনপ্রিয় লোকগান 'আইলা রে নয়া দামান' - কে এক নতুনভাবে উপস্থাপন করতে চলেছেন তারা। এই গানটির সাথে বিভিন্ন লোকগান যুক্ত করে এক ম্যাশ আপ তৈরি করা হচ্ছে। যেখানে সংগীতায়োজন করছেন টলিউডের বিখ্যাত সঙ্গীত পরিচালক দেব সেন। একই সঙ্গে এতে সুরেলা কণ্ঠ দিচ্ছেন উদীয়মান গায়িকা মহুয়া চক্রবর্তী।

এ প্রসঙ্গে রাজীব প্রোডাকশনস - এর কর্ণধার রাজীব গোলচা জানান, আমার প্রতিষ্ঠান সবসময় নতুনদের সুযোগ দিয়ে আসছে। আর সেই ধারা অব্যাহত রেখে আমরা নতুন প্রতিভাবান গায়িকা মহুয়া চক্রবর্তীকেও সুযোগ দিয়েছি। আমরা এই মিউজিক্যাল প্রজেক্টে কিছু নতুনত্ব করার চেষ্টা করেছি। আমি সবসময় মনেকরি প্রচেষ্টা সবসময় ফল দেয়।

আপনাদের জানিয়ে রাখি, চলতি মাসের শেষের দিকে গানটি আসতে চলেছে এক বিখ্যাত ইউটিউব চ্যানেলে।

Comments

Popular posts from this blog

অনবদ্য অনুষ্ঠানে জমে উঠল পিয়ালি ড্যান্স ইনস্টিটিউশনের তৃতীয় বার্ষিক উৎসব

এ যুগের একলব্য শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ প্রবীর ভৌমিক

मिलिए नंदिता से !