মি অ্যান্ড মাই ফ্রেন্ডস' এর উদ্যোগে ঋতুস্রাব সম্পর্কিত সচেতনতামূলক স্বাস্থ্যবিধি ওয়ার্কশপ
নিজস্ব প্রতিনিধি। আধুনিকযুগে দাঁড়িয়েও আজও মেয়েদের মধ্যে রয়েছে পিরিয়ড (মাসিক বা ঋতুস্রাব)চলাকালীন বহু প্রচলিত ভ্রান্ত ধারণা, পরিচ্ছন্নতার অভাব, যা মানবসভ্যতার অগ্রগতিকে এক বিরাট প্রশ্নের মুখে ঠেলে দেয় ! সমীক্ষায় দেখা গেছে প্রায় ৩৫কোটি ভারতীয় মহিলাদের মধ্যে অধিকাংশ মহিলা স্বচ্ছতার অধিকার থেকে বঞ্চিত। পিরিয়ড সম্পর্কে এখনো তারা অজ্ঞতা এবং কুসংস্কারের শিকার। কারণ একটাই, সচেতনার অভাব। তাই প্রয়োজন সঠিক শিক্ষা এবং প্রচার। এই ধারণাকে সামনে রেখে বৃহস্পতিবার হুগলির ভদ্রেশ্বরের গন্ডলপাড়া শাস্ত্রী হিন্দি হাই স্কুলে এনজিও মি অ্যান্ড মাই ফ্রেন্ডস এবং দ্য আর্ট অফ লিভিং - এর যৌথ উদ্যোগে হয়ে গেল মাসিক সম্পর্কিত স্বাস্থ্যবিধি এবং সামগ্রিক স্বাস্থ্য বিষয়ে এক সচেতনতামূলক ওয়ার্কশপ।এদিন ওয়ার্কশপ সম্পর্কে দ্য আর্ট অফ লিভিং - এর শিক্ষিকা শ্রীমতী বন্দনা গর্গ জানান, ঋতুস্রাব এক স্বাভাবিক প্রক্রিয়া অথচ আজও সমাজে মেয়েদের মধ্যে রয়েছে কিছু কুসংস্কারাচ্ছন্ন মানসিকতা ,যার ফলে এখনো তারা এ বিষয়ে খোলাখুলি কথা বলতে লজ্জা পায়। ফলস্বরূপ মেয়েরা কৈশোর জীবন থেকেই বৈজ্ঞানিক তথ্য এবং ...