Posts

Showing posts from November, 2023

স্কুলে চলচ্চিত্র উৎসব, আয়োজনে ইস্ট পয়েন্ট স্কুল

Image
নিজস্ব প্রতিনিধি :  ছোটদের জন্য সুখবর ! উত্তর ২৪পরগনার ইছাপুরের ইস্ট পয়েন্ট স্কুলের উদ্যোগে আর কয়েকদিন পর আয়োজিত হতে চলেছে ৪দিনব্যাপী ' আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব' । ছোটদের জন্য একগুচ্ছ সিনেমার ডালি যা শুরু হবে আগামী ২৪ নভেম্বর এবং চলবে ২৭ নভেম্বর পর্যন্ত । গত শুক্রবার স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে এক সাংবাদিক সম্মেলনে এমনি তথ্য জানানো হয়। এদিন সাংবাদিক সম্মেলনে স্কুলের প্রিন্সিপাল কেয়া চক্রবর্তী জানান, "এটি আমাদের প্রথম চলচ্চিত্র উৎসব। এই উৎসবের মূল আকর্ষণ হল স্কুল প্রাঙ্গণে বসে নানান দেশের পুরস্কারপ্রাপ্ত সিনেমা দেখা। ৪দিনব্যাপি এ চলচ্চিত্র উৎসবে দেশি এবং বিদেশী মোট ৮টি চলচ্চিত্র প্রোগ্রাম প্রদর্শন করা হবে। " স্কুল প্রাঙ্গণে 'আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব' এই ভাবনার কারণ সম্পর্কে প্রশ্ন করায়, স্কুলের মুখপাত্র রুমেলা বোস জানান, "আমাদের যে সকল শিক্ষার্থী ডিজিট্যাল ফিল্ম নিয়ে পড়াশোনা করছে বা ভবিষ্যতে যারা চলচ্চিত্র নির্মাণকে নিজেদের পেশা হিসাবে বেছে নিতে চায় তাদের সামনে এই চলচ্চিত্র উৎসব এক বিরাট সুযোগ বলা যেতে পারে।" ইস্ট পয়েন্ট স্কুলের ...

১০দিন ব্যাপী চিত্র প্রদর্শনী 'দিওয়ালি ফেস্টিভ্যাল অফ লাইটস'

Image
কলকাতা (২৮ অক্টোবর '২৩):- কালীঘাটের 'সৃষ্টি আর্ট গ্যালারি'-তে শনিবার থেকে শুরু হল ১০ দিনের চিত্র প্রদর্শনী। 'সৃষ্টি আর্ট গ্যালারি'-র প্রতিষ্ঠাতা মধু আগারওয়াল, স্বনামধন্য চলচ্চিত্র নির্দেশক নারায়ণ রায় এবং স্পিড পেইন্টার রবীন বর-এর উপস্থিতিতে শুরু হল 'দিওয়ালি আলোর উৎসব' নামাঙ্কিত এই চিত্র প্রদর্শনী। সাধন সেনগুপ্ত, সৈকত পাত্র, মধু আগারওয়াল, বাসুদেব ভট্টাচার্য, অন্তরীপ সিনহা, কৌশিক ঘোষ, অশোক হরলালকা, বিদ্যা মল, অরবিন্দ পাল, দেবব্রত রুইদাস, সুনয়না কাসেরা ও রাধিকা দে-র মতো ১২ জন শিল্পীর শিল্পকর্ম নিয়ে শুরু হওয়া এই চিত্র প্রদর্শনী চলবে আগামী ৬ নভেম্বর পর্যন্ত। প্রদর্শনী আয়োজকবৃন্দের তরফ থেকে জানানো হয়েছে, "মোট ৭০ টা চিত্রকর্ম নিয়ে সজ্জিত রয়েছে 'সৃষ্টি আর্ট গ্যালারি' । ইচ্ছুক দর্শনার্থীগণ প্রতিদিন দুপুর ১ টা থেকে সন্ধ্যে ৬ টা পর্যন্ত এই প্রদর্শনী ঘুরে দেখতে পারবেন।" প্রদর্শনী উদ্বোধনের আগে চিত্র প্রদর্শনী সম্পর্কে নিজের মতামত ব্যক্ত করতে গিয়ে 'সৃষ্টি আর্ট গ্যালারি'-র প্রতিষ্ঠাতা তথা এই প্রদর্শনীর অন্যতম শিল্পী মধু আগারওয়াল সংবাদমাধ্যমকে জান...

মা দুর্গা সম্মান সিজন৩

Image
কলকাতা,নিজস্ব প্রতিনিধিঃ 'উড়ান গ্রুপ'-এর উদ্যোগে গত বুধবার দক্ষিণ কলকাতার লেক ক্লাবে হয়ে গেল ' মা দুর্গা সম্মান সিজন ৩ ' নামাঙ্কিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান।  অনুষ্ঠানে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী, রূপশা চক্রবর্তী, দেবলীনা কুমার, রিচা শর্মা, বিশিষ্ট জ্যোতিষী সোহিনী শাস্ত্রী , গায়িকা সোমলতা আচার্য, লগ্নজিতা চক্রবর্তী সহ মোট ২৪ জন মহিলাকে সম্মানিত করা হয়েছে।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমটিভি রোডিজ খ্যাত রণবিজয় সিং। তাঁর বক্তব্য সেখানে উপস্থিত সকলকে মুগ্ধ করে। এই অ্যাওয়ার্ড শো-এর আরেকটি বিশেষত্ব ছিল ট্রান্সজেন্ডারদের র‌্যাম্প ওয়াক, যা দর্শকদের বেশ নজর কেড়েছে। উড়ান গ্রুপের প্রতিষ্ঠাতা রিঙ্কি অমর সোনি বলেছেন, "এটি ' মা দুর্গা সম্মান '-এর তৃতীয় বর্ষ। বিগত ২বছর আমরা ব্যাপক সাফল্য পেয়েছি। চলতি মরসুমেও একই ধারা অব্যাহত রয়েছে। এই বছর, আমরা মোট ২৪ জন মহিলাকে সম্মানিত করেছি যারা তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে সাফল্য লাভ করেছে এবং সেই  সাফল্যর ধারা অব্যাহত রেখেছে।" তিনি আরও বলেন, "এটা বলা যেতে পারে যে, উড়ান গ্রু...