স্কুলে চলচ্চিত্র উৎসব, আয়োজনে ইস্ট পয়েন্ট স্কুল
নিজস্ব প্রতিনিধি : ছোটদের জন্য সুখবর ! উত্তর ২৪পরগনার ইছাপুরের ইস্ট পয়েন্ট স্কুলের উদ্যোগে আর কয়েকদিন পর আয়োজিত হতে চলেছে ৪দিনব্যাপী 'আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব'। ছোটদের জন্য একগুচ্ছ সিনেমার ডালি যা শুরু হবে আগামী ২৪ নভেম্বর এবং চলবে ২৭ নভেম্বর পর্যন্ত । গত শুক্রবার স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে এক সাংবাদিক সম্মেলনে এমনি তথ্য জানানো হয়।
এদিন সাংবাদিক সম্মেলনে স্কুলের প্রিন্সিপাল কেয়া চক্রবর্তী জানান,"এটি আমাদের প্রথম চলচ্চিত্র উৎসব। এই উৎসবের মূল আকর্ষণ হল স্কুল প্রাঙ্গণে বসে নানান দেশের পুরস্কারপ্রাপ্ত সিনেমা দেখা। ৪দিনব্যাপি এ চলচ্চিত্র উৎসবে দেশি এবং বিদেশী মোট ৮টি চলচ্চিত্র প্রোগ্রাম প্রদর্শন করা হবে। "
স্কুল প্রাঙ্গণে 'আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব' এই ভাবনার কারণ সম্পর্কে প্রশ্ন করায়, স্কুলের মুখপাত্র রুমেলা বোস জানান,"আমাদের যে সকল শিক্ষার্থী ডিজিট্যাল ফিল্ম নিয়ে পড়াশোনা করছে বা ভবিষ্যতে যারা চলচ্চিত্র নির্মাণকে নিজেদের পেশা হিসাবে বেছে নিতে চায় তাদের সামনে এই চলচ্চিত্র উৎসব এক বিরাট সুযোগ বলা যেতে পারে।"
ইস্ট পয়েন্ট স্কুলের শিক্ষিকা অন্বেষা ভদ্র জানান,"এই চলচ্চিত্র উৎসবে শুধুমাত্র আমাদের এই স্কুলের শিক্ষার্থীরা নয় একইসঙ্গে অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে ,আমাদের উদ্দেশ্য একটাই ,এই শিশু চলচ্চিত্র উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধি করা এবং একইসঙ্গে তাদের মোটিভেটেড করা। যাতে আগামীদিনে যেন তারা এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে।"
এদিন সাংবাদিক সম্মেলনে সায়ন্তী ধর, ইন্দু সাহা, পাপিয়া চৌধুরী, বিনীতা সিং, সংঘতি পাল নিয়োগী সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





Comments
Post a Comment