এ যুগের একলব্য শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ প্রবীর ভৌমিক
মহাভারত - এর 'একলব্য' র কথা মনে আছে ,যিনি তার বুড়ো আঙুল কেটে গুরু দ্রোণাচার্যকে 'গুরু দক্ষিণা' হিসেবে অর্পণ করেছিলেন। পড়ুয়া-শিক্ষক সুসম্পর্কের অনেক উদাহরণ প্রাচীনকালে থাকলেও আজও একলব্য এর প্রকৃষ্ট উদাহরণ। আজও সমাজে এমনও একলব্য আছেন যে নিজের সাধ্যমত গুরুদক্ষিণা দিয়ে চলেছেন চুপিসারে। অবাক হলেও এটা সত্যি ! বর্তমানে সমাজে গুরু - শিষ্যের সম্পর্কের অবনতির কথায় যখন আমরা ক্রমশ হতাশ হয়ে পড়েছি তখন গুরু - শিষ্যের সুসম্পর্ক, নিছক কল্পনা হতে পারে আমার - আপনার কাছে। আসলে এসব একলব্যরা নিজের কর্মকাণ্ড করে চলেছেন সবার অলক্ষ্যে ...চুপিসারে। এনারা কোন প্রচারের তোয়াক্কা করেন না। বলা ভালো, এনারা এককথায় প্রচার বিমুখ। ঠিক তেমনই এই বর্তমান সমাজে এক একলব্য 'র প্রকৃত উদাহরণ বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ প্রবীর ভৌমিক । নিজের জীবনপথে চলার সঙ্গী হিসাবে বেছে নিয়েছেন ডাক্তারি পেশাকে। কলকাতার ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ (আইসিএইচ ) থেকে করেছেন ডাক্তারি পড়াশোনা। বর্তমানে শিশুরোগ বিশেষজ্ঞদের মধ্যে অন্যতম নাম ডাক্তার প্রবীর ভৌমিক । আজ খ্যাতির শিখরে থাকলেও এই প্রাক্তনী ভোলেননি তার প্রতিষ্ঠানে নিজ...