এ যুগের একলব্য শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ প্রবীর ভৌমিক

মহাভারত - এর 'একলব্য' র কথা মনে আছে ,যিনি তার বুড়ো আঙুল কেটে গুরু দ্রোণাচার্যকে 'গুরু দক্ষিণা' হিসেবে অর্পণ করেছিলেন। পড়ুয়া-শিক্ষক সুসম্পর্কের অনেক উদাহরণ প্রাচীনকালে থাকলেও আজও একলব্য এর প্রকৃষ্ট উদাহরণ। আজও সমাজে এমনও একলব্য আছেন যে নিজের সাধ্যমত গুরুদক্ষিণা দিয়ে চলেছেন চুপিসারে। অবাক হলেও এটা সত্যি ! বর্তমানে সমাজে গুরু - শিষ্যের সম্পর্কের অবনতির কথায় যখন আমরা ক্রমশ হতাশ হয়ে পড়েছি তখন গুরু - শিষ্যের সুসম্পর্ক, নিছক কল্পনা হতে পারে আমার - আপনার কাছে। আসলে এসব একলব্যরা নিজের কর্মকাণ্ড করে চলেছেন সবার অলক্ষ্যে ...চুপিসারে। এনারা কোন প্রচারের তোয়াক্কা করেন না। বলা ভালো, এনারা এককথায় প্রচার বিমুখ। ঠিক তেমনই এই বর্তমান সমাজে এক একলব্য 'র প্রকৃত উদাহরণ বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ প্রবীর ভৌমিক। নিজের জীবনপথে চলার সঙ্গী হিসাবে বেছে নিয়েছেন ডাক্তারি পেশাকে। কলকাতার ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ (আইসিএইচ )থেকে করেছেন ডাক্তারি পড়াশোনা। বর্তমানে শিশুরোগ বিশেষজ্ঞদের মধ্যে অন্যতম নাম ডাক্তার প্রবীর ভৌমিক। আজ খ্যাতির শিখরে থাকলেও এই প্রাক্তনী ভোলেননি তার প্রতিষ্ঠানে নিজের ছাত্রাবস্থার সময়কাল। তিনি ভুলে যাননি তার শ্রদ্ধেয় স্যারদের কথা। তাইতো প্রকৃত শিষ্যের মত সম্প্রতি কলকাতার ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ (আইসিএইচ)-কে আর্থিক সহায়তা করতে চলেছেন তিনি। এছাড়া এই প্রতিষ্ঠানে একটি নতুন শিক্ষা ভবণ নির্মাণে সহায়তার পাশাপাশি একটি শিশু বিভাগও গড়ে তুলতে চান এই চিকিৎসক। উদ্যেশ্য একটাই, গরীব অসহায় শিশুরা যেন বিনা চিকিৎসায় ফেরত না যায়।

এখানেই শেষ নয়, তিনি যেমন একাধারে প্রখ্যাত চিকিৎসক তেমনি এক জনদরদী মানুষ। আপনাদের জনিয়েরাখি, বর্তমানে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার আটটি গ্রামের সার্বিক উন্নয়নের জন্য প্রবীরবাবু নিজের তত্ত্বাবধানে এই গ্রামগুলো দত্তক নিয়েছেন এবং এরই সাথে একটি অনাথ আশ্রমও চালাচ্ছেন। এছাড়াও এই চিকিৎসকের সৌজন্যে 'কোলাঘাট শুশ্রূষা শিশু সেবা নিকেতন'-এ অনাথ শিশুদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবার পাশাপাশি গরীব পরিবারের শিশুদের জন্য বিনামূল্যে ২০% শয্যা দেওয়ার ব্যবস্থা করেছেন। বর্তমান সময়ে চিকিৎসা পরিষেবা নিয়ে যখন নানান প্রশ্ন ওঠে তখন প্রবীরবাবুদের মতো মানুষ এক দৃষ্টান্ত হয়ে ওঠেন। 

না...  এখানেই শুধু নিজেকে  সীমাবদ্ধ রাখেননি প্রবীরবাবু। সম্প্রতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের  'অভাগীর স্বর্গ' অবলম্বনে 'ও অভাগী' নামক একটি সিনেমা প্রযোজনা করেছেন। যা মুক্তি পেতে চলেছে  আগামী ২৯শে মার্চ। এই সিনেমার মাধ্যমে সমাজে কিছু বার্তা দিতে চেয়েছেন তিনি।

এই সময় দাঁড়িয়ে যখন মানুষ মানুষকে এড়িয়ে চলতে ভালোবাসে , মানুষের পাশে থাকতে ভয় পায় তখন এমনও কিছু মানবিকতা আজও বেঁচে আছে যা প্রমাণ করে সমাজে এখনো অনেক ভালো মানুষও রয়েছেন , এর প্রকৃত দৃষ্টান্ত শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রবীর ভৌমিক।

ডাঃ প্রবীরবাবু ! আপনার এই অসামান্য কাজের জন্য আমরা আপনাকে কুর্নিশ জানাই। এইভাবে আপনি সমাজের আর্ত মানুষদের পাশে সাহায্যের হাত বাড়িয়েদিন। ভালো থাকুন।

Written by - Mohua Chakraborty.

Comments

Popular posts from this blog

অনবদ্য অনুষ্ঠানে জমে উঠল পিয়ালি ড্যান্স ইনস্টিটিউশনের তৃতীয় বার্ষিক উৎসব

मिलिए नंदिता से !