Posts

Showing posts from June, 2025

অনবদ্য অনুষ্ঠানে জমে উঠল পিয়ালি ড্যান্স ইনস্টিটিউশনের তৃতীয় বার্ষিক উৎসব

Image
কলকাতা ( জুন '২৫):- খ্যাতনামা অভিনেত্রী তথা নৃত্যশিল্পী মমতা শঙ্কর এবং চন্দ্রোদয় ঘোষ সহ একাধিক নৃত্যগুরুর উপস্থিতিতে নাচ, গান ও কথার মেলবন্ধনে সংস্থার তৃতীয় বার্ষিক অনুষ্ঠান রূপে কলকাতার 'সিএলটি অবন মহল'-এ এক চমকপ্রদ সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দিল 'পিয়ালি ড্যান্স ইনস্টিটিউশন'। উদ্বোধনী অনুষ্ঠানের পরে ইনস্টিটিউশনের গ্রুপ সি বিভাগের বরিষ্ঠ শিল্পীদের দ্বারা অনুষ্ঠিত 'পুষ্পাঞ্জলি', গ্রুপ এ বিভাগের সর্বকনিষ্ঠ শিল্পীদের দ্বারা অনুষ্ঠিত 'গুরু ব্রহ্মা', গ্রুপ এ বিভাগের বরিষ্ঠ শিল্পীদের দ্বারা অনুষ্ঠিত 'একদন্তা বক্রতুণ্ড', গ্রুপ বি বিভাগ দ্বারা অনুষ্ঠিত 'শ্রী রামচন্দ্র', সংস্থার স্থপতি তথা কর্ণধার দ্বারা পরিবেশিত একক নৃত্যানুষ্ঠান 'স্বাগতম কৃষ্ণ', গুরু সম্রাট দত্ত ও শ্রী শান্তনু রায় দ্বারা অনুষ্ঠিত বিশেষ নৃত্যানুষ্ঠানের পাশাপাশি গ্রুপ বি, গ্রুপ সি শিল্পীদের সাথে পিয়ালি দাস-এর পরিবেশনায় নৃত্যনাট্য 'নহি সামান্যা'-র পাশাপাশি হিন্দী গানের তালে নৃত্যানুষ্ঠান দিয়ে সাজানো ছিল এই বছরের বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা। অনুষ্ঠানের আগে সংবাদমাধ্...