অনবদ্য অনুষ্ঠানে জমে উঠল পিয়ালি ড্যান্স ইনস্টিটিউশনের তৃতীয় বার্ষিক উৎসব
কলকাতা ( জুন '২৫):- খ্যাতনামা অভিনেত্রী তথা নৃত্যশিল্পী মমতা শঙ্কর এবং চন্দ্রোদয় ঘোষ সহ একাধিক নৃত্যগুরুর উপস্থিতিতে নাচ, গান ও কথার মেলবন্ধনে সংস্থার তৃতীয় বার্ষিক অনুষ্ঠান রূপে কলকাতার 'সিএলটি অবন মহল'-এ এক চমকপ্রদ সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দিল 'পিয়ালি ড্যান্স ইনস্টিটিউশন'।
উদ্বোধনী অনুষ্ঠানের পরে ইনস্টিটিউশনের গ্রুপ সি বিভাগের বরিষ্ঠ শিল্পীদের দ্বারা অনুষ্ঠিত 'পুষ্পাঞ্জলি', গ্রুপ এ বিভাগের সর্বকনিষ্ঠ শিল্পীদের দ্বারা অনুষ্ঠিত 'গুরু ব্রহ্মা', গ্রুপ এ বিভাগের বরিষ্ঠ শিল্পীদের দ্বারা অনুষ্ঠিত 'একদন্তা বক্রতুণ্ড', গ্রুপ বি বিভাগ দ্বারা অনুষ্ঠিত 'শ্রী রামচন্দ্র', সংস্থার স্থপতি তথা কর্ণধার দ্বারা পরিবেশিত একক নৃত্যানুষ্ঠান 'স্বাগতম কৃষ্ণ', গুরু সম্রাট দত্ত ও শ্রী শান্তনু রায় দ্বারা অনুষ্ঠিত বিশেষ নৃত্যানুষ্ঠানের পাশাপাশি গ্রুপ বি, গ্রুপ সি শিল্পীদের সাথে পিয়ালি দাস-এর পরিবেশনায় নৃত্যনাট্য 'নহি সামান্যা'-র পাশাপাশি হিন্দী গানের তালে নৃত্যানুষ্ঠান দিয়ে সাজানো ছিল এই বছরের বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা।
অনুষ্ঠানের আগে সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে পিয়ালি দাস জানিয়েছেন, "আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ভরতনাট্যম, রবীন্দ্র নৃত্য, ক্রিয়েটিভ ও ফোক নৃত্যের পাশাপাশি অন্যান্য নৃত্যও শেখানো হয়।"
তিনি আরো জানিয়েছেন, "এই মুহূর্তে বাচ্চাদের মধ্যে হিন্দী গান তথা রবীন্দ্র নৃত্যের প্রতি আগ্রহ থাকলেও একটু বয়স্ক শিল্পীরা ভরতনাট্যমের মতো মার্গনৃত্যের দিকে বিশেষ নজর দিয়েছেন।"
অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে পদ্মশ্রী মমতা শঙ্কর (Mamata Shankar, Padmashree) দর্শকদের জানিয়েছেন, "অসাধারণ কাজ করছে পিয়ালি। পিয়ালি ওর গুণের কারণেই আমার হৃদয়ে আসন পেয়ে গেছে।"













Comments
Post a Comment