Posts

Showing posts from June, 2023

খোদ কলকাতায় আয়োজিত হল গুরু শিষ্য সম্মেলন

Image
কলকাতা। নিজস্ব প্রতিনিধি। বৃষ্টি ভেজা তিলোত্তমা কলকাতায় সোমবার হয়ে গেল গুরু শিষ্য সম্মেলন। সিএলআইএ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংক্ষেপে সিডব্লুএ কেএমডিও ১-এর উদ্যোগে কলকাতার মহাজাতি সদন প্রেক্ষাগৃহে আয়োজিত হল এটি। অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি  সংস্থার জাতীয় অধ্যক্ষ জগদীশ ঝাওয়ার জানান, "জীবন বীমা নিগমের ১১০০ এজেন্ট আজ একযোগে উপস্থিত থেকে যেভাবে পেশাদারি মনোভাবের পরিচয় দিয়ে উজ্জীবনী বক্তব্য শ্রবণ করে নিজেদের শ্রীবৃদ্ধি করলেন তা এককথায় অভূতপূর্ব।" জীবন বীমা নিগমের এজেন্টদের পেশাদারি মনোবল বাড়ানোর জন্য ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। একইসঙ্গে গত বছরের সেরা এজেন্টদের পুরস্কার প্রদান করা হয়। সিডব্লুএ কেএমডিও ১-এর সচিব অবিনাশ কুমার জয়সওয়াল জানান, "২০১১ সালে এই সংস্থার প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই এই সংস্থা এজেন্টদের পেশাদারি মনোভাব বাড়ানোর জন্য কাজ করে চলেছে।এজেন্টদের মোটিভেট, ট্রেনিং তথা ডেভলপমেন্টের জন্য কাজ করে আমাদের সংস্থা।" এদিন উপস্থিত মোটিভেটেড স্পিকার ক্রেজি কাজিম রাজা অনুষ্ঠানে আগত এজেন্টদের মোটিভেট করেছেন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার আঞ্চলিক প্রবন্ধক (পূর্বাঞ্চ...

পিয়ালী ড্যান্স ইনস্টিটিউশনের দ্বিতীয় বছরের নৃত্যানুষ্ঠান ঘিরে ছাত্রছাত্রীদের উন্মাদনা

Image
কলকাতা:নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ার মধুসূদন মঞ্চ-এ শনিবার 'পিয়ালী ড্যান্স ইনস্টিটিউশন' উৎযাপন করল তাদের দ্বিতীয় বার্ষিক নৃত্যানুষ্ঠান। এদিন রবীন্দ্র সঙ্গীত, ভরতনাট্যম, বাংলা লোকসঙ্গীত, হিন্দী গানের পাশাপাশি বিভিন্ন ধরনের সঙ্গীতের তালে ১১০ জন ছাত্রছাত্রী নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট নৃত্যশিল্পী অলোকানন্দা রায়, পণ্ডিত দেবজ্যোতি বোস, কৌশিক সেনগুপ্ত, রুমকি গাঙ্গুলি এবং 'মধুসূদন মঞ্চ'-র প্রশাসনিক আধিকারিক সঞ্জয় চক্রবর্তী। 'পিয়ালী ড্যান্স ইনস্টিটিউশন'-এর প্রতিষ্ঠাতা  পিয়ালী মুখার্জী জানান,"আজকের অনুষ্ঠানে  শিশু, তরুণ-তরুণী ছাত্রছাত্রীদের পাশাপাশি বেশ কয়েকজন ছাত্রছাত্রীদের অভিভাবকেরাও নৃত্য পরিবেশনা করবেন।"