পিয়ালী ড্যান্স ইনস্টিটিউশনের দ্বিতীয় বছরের নৃত্যানুষ্ঠান ঘিরে ছাত্রছাত্রীদের উন্মাদনা



কলকাতা:নিজস্ব প্রতিনিধি:
দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ার মধুসূদন মঞ্চ-এ শনিবার 'পিয়ালী ড্যান্স ইনস্টিটিউশন' উৎযাপন করল তাদের দ্বিতীয় বার্ষিক নৃত্যানুষ্ঠান।

এদিন রবীন্দ্র সঙ্গীত, ভরতনাট্যম, বাংলা লোকসঙ্গীত, হিন্দী গানের পাশাপাশি বিভিন্ন ধরনের সঙ্গীতের তালে ১১০ জন ছাত্রছাত্রী নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করছে।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট নৃত্যশিল্পী অলোকানন্দা রায়, পণ্ডিত দেবজ্যোতি বোস, কৌশিক সেনগুপ্ত, রুমকি গাঙ্গুলি এবং 'মধুসূদন মঞ্চ'-র প্রশাসনিক আধিকারিক সঞ্জয় চক্রবর্তী।

'পিয়ালী ড্যান্স ইনস্টিটিউশন'-এর প্রতিষ্ঠাতা 
পিয়ালী মুখার্জী জানান,"আজকের অনুষ্ঠানে 
শিশু, তরুণ-তরুণী ছাত্রছাত্রীদের পাশাপাশি বেশ কয়েকজন ছাত্রছাত্রীদের অভিভাবকেরাও নৃত্য পরিবেশনা করবেন।"

Comments

Popular posts from this blog

অনবদ্য অনুষ্ঠানে জমে উঠল পিয়ালি ড্যান্স ইনস্টিটিউশনের তৃতীয় বার্ষিক উৎসব

এ যুগের একলব্য শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ প্রবীর ভৌমিক

मिलिए नंदिता से !