খোদ কলকাতায় আয়োজিত হল গুরু শিষ্য সম্মেলন


কলকাতা। নিজস্ব প্রতিনিধি। বৃষ্টি ভেজা তিলোত্তমা কলকাতায় সোমবার হয়ে গেল গুরু শিষ্য সম্মেলন। সিএলআইএ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংক্ষেপে সিডব্লুএ কেএমডিও ১-এর উদ্যোগে কলকাতার মহাজাতি সদন প্রেক্ষাগৃহে আয়োজিত হল এটি।

অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি  সংস্থার জাতীয় অধ্যক্ষ জগদীশ ঝাওয়ার জানান, "জীবন বীমা নিগমের ১১০০ এজেন্ট আজ একযোগে উপস্থিত থেকে যেভাবে পেশাদারি মনোভাবের পরিচয় দিয়ে উজ্জীবনী বক্তব্য শ্রবণ করে নিজেদের শ্রীবৃদ্ধি করলেন তা এককথায় অভূতপূর্ব।"

জীবন বীমা নিগমের এজেন্টদের পেশাদারি মনোবল বাড়ানোর জন্য ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। একইসঙ্গে গত বছরের সেরা এজেন্টদের পুরস্কার প্রদান করা হয়।

সিডব্লুএ কেএমডিও ১-এর সচিব অবিনাশ কুমার জয়সওয়াল জানান, "২০১১ সালে এই সংস্থার প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই এই সংস্থা এজেন্টদের পেশাদারি মনোভাব বাড়ানোর জন্য কাজ করে চলেছে।এজেন্টদের মোটিভেট, ট্রেনিং তথা ডেভলপমেন্টের জন্য কাজ করে আমাদের সংস্থা।"

এদিন উপস্থিত মোটিভেটেড স্পিকার ক্রেজি কাজিম রাজা অনুষ্ঠানে আগত এজেন্টদের মোটিভেট করেছেন।

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার আঞ্চলিক প্রবন্ধক (পূর্বাঞ্চল) অজয় কুমার সহ, অধ্যক্ষ বিপ্লব পাল, কোষাধ্যক্ষ বুদ্ধদেব চক্রবর্তী সহ একাধিক পদস্থ কর্মকর্তাগণ।




Comments

Popular posts from this blog

অনবদ্য অনুষ্ঠানে জমে উঠল পিয়ালি ড্যান্স ইনস্টিটিউশনের তৃতীয় বার্ষিক উৎসব

এ যুগের একলব্য শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ প্রবীর ভৌমিক

मिलिए नंदिता से !