বসন্তের মাধুরীতে সরোদের মাধুর্য
কলকাতা,নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি দেশপ্রিয় পার্ক হেরিটেজ ক্লাবের বসন্ত উৎসবে সরোদ বাদক অর্ণব ভট্টাচার্য এক সুন্দর পারফরম্যান্সের মাধ্যমে দর্শকদের মন ভরিয়ে তুললেন। বসন্তের মাধুরী নামক এই অনুষ্ঠানে ওনার সাথে আরো অনেক শিল্পীরা অংশগ্রহণ করেন। তারা হলেন - ডঃ প্রবীর কুমার দত্ত , ইন্দ্রানী দত্ত, রানি মৈত্র , রহেন বোস, দেবাংশু মুখার্জি।
Comments
Post a Comment