কবিতার কক্ষপথ সাহিত্য পত্রিকার প্রথম বর্ষ সংখ্যা 'শারদ শিউলি'


নিজস্ব প্রতিনিধি,কলকাতা।
স্বনামধন্য কবি জয় গোস্বামীর হাত ধরে গত রবিবার কলকাতার মহাজাতি সদন অ্যানেক্স বিল্ডিং - এ প্রকাশিত হলো কবিতার কক্ষপথ সাহিত্য পত্রিকার প্রথম বর্ষ সংখ্যা 'শারদ শিউলি'।এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নব্বই এর দশকের জনপ্রিয় তরুণ কবি ও চিত্র পরিচালক জয়দীপ রাউত, পত্রিকার সাধারণ সম্পাদক উজ্জ্বল চৌধুরী, সম্পাদিকা সুপর্ণা চক্রবর্তী, সভাপতি মৈত্রেয়ী চক্রবর্তী, সহ সভাপতি পঙ্কজ দত্ত এবং যুগ্ম সম্পাদক বিমান বিশ্বাস ও চিন্ময় বিশ্বাস এবং পরিচালক মন্ডলীর সদস্যবৃন্দ। এছাড়াও ছিলেন অরিজিৎ ঘোষ,উৎপল নরেন্দ্র মাইতি,সুজিত চৌধুরী, সৌমিত্র আচার্য,স্বপ্না সোনালী দাসগুপ্ত,পম্পা পাঠক মুখার্জি, কাকলি বিশ্বাস, শতাব্দী চক্রবর্তী, হাবিবুর রহমান, জয়শ্রী সাহা এবং শুভেন্দু গাঙ্গুলী। 

যে সকল কাব্য-সাহিত্যপ্রেমীদের লেখায় এই পত্রিকা সমৃদ্ধ হয়েছে এদিন তাদের প্রত্যেককে শারদ সংখ্যা, সম্মাননাপত্র এবং স্মারক দিয়ে সম্মান জানানো হয়। একইসঙ্গে বেহালার হ্যাপি হোমের কর্ণধার শ্রী প্রদীপ সাহা'র হাতে সমাজের পিছিয়ে পড়া দুঃস্থ শিশুদের জন্য খাতা,পেন্সিল এবং কলম তুলে দেওয়া হয়।

এই অনুষ্ঠান সম্পর্কে কবি জয় গোস্বামী বলেন, এধরনের আরো কিছু প্রয়াস হলে যোগ্য কবি ও কবিতার সম্মান জ্ঞাপনে আর কোন কার্পণ্য থাকবে না।

এদিন কবি ও পত্রিকার সাধারণ সম্পাদক উজ্জ্বল চৌধুরী জানান, এক বছরেরও কম সময়ে প্রায় তিন হাজার সদস্যের গ্রুপ হয়ে উঠবে কবিতার কক্ষপথ তা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি।পাশাপাশি এই সাফল্যের পুরো কৃতিত্ব তিনি সদস্যদেরই দেন।

এছাড়া সম্পাদিকা সুপর্ণা চক্রবর্তী এবং সভাপতি মৈত্রেয়ী চক্রবর্তী'র মতে, কবিতার কক্ষপথ সব কবিকে শুধু ভালো লেখা ও ভাল লেখা ভালো লাগা, ভালবাসার নিরিখে এক জায়গায় করেছে। এখানে অন্য কোন মানদন্ডের কোন ভূমিকা নেই।

Comments

Popular posts from this blog

অনবদ্য অনুষ্ঠানে জমে উঠল পিয়ালি ড্যান্স ইনস্টিটিউশনের তৃতীয় বার্ষিক উৎসব

এ যুগের একলব্য শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ প্রবীর ভৌমিক

मिलिए नंदिता से !